1. admin@haortimes24.com : admin :
কিশোরগঞ্জে রাত পোহালেই উপজেলা নির্বাচন! ত্রিমুখী ভোট যুদ্ধের আভাস!! - হাওর টাইমস ২৪
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত
শিরোনাম
অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে রাত পোহালেই উপজেলা নির্বাচন! ত্রিমুখী ভোট যুদ্ধের আভাস!!

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৯৬ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ত্রিমুখী ভোট যুদ্ধের সম্ভাবনা রয়েছে। আজ ৮ মে বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিশোরগঞ্জের সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ।

গত ২ মে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার প্রচারনাই ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। যদিও মোটামুটি উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ- মহিলা প্রার্থীরা তাদের মনোনয়নপত্র অনলাইন ও অফলাইনেও জমা দিয়েছিল। প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থীতা প্রত্যাহার করেনি চেয়ারম্যান প্রার্থীরা। তাই নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখী ভোটের লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

সময় গড়ানোর সাথে সাথে উপজেলা পরিষদ নির্বাচন যেন তীব্র প্রতিযোগিতায় পরিণত হয়েছে। আবার নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সদর উপজেলার প্রতিটি প্রার্থী এখন ব্যস্ত ভোটের মাঠ দখল করে ভোট প্রার্থনায়।

গতকাল সোমবার (৬ মে) নির্বাচনী প্রচারণার শেষ দিনেও প্রার্থীরা তাদের নিজস্ব প্রচার-প্রচারণা নিয়ে ছিল খুবই ব্যস্ত। রাত বারোটা পর্যন্ত গণসংযোগ করেছেন। কে হবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আর কে বা হবে ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান তা নিয়ে চলছে শেষ সময়ে জল্পনা কল্পনা।

আজ ভোটের দিন শেষে সেটা দেখার অপেক্ষায় আছে এ উপজেলার জনসাধারণ কে হবে ভোটে জয়ী প্রতিনিধি। তবে ফলাফল যাই হোক না কেন চেয়ারম্যান পদে লড়াই হবে ত্রিমুখী ও তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ। এমনটা বলছে জেলা সদর উপজেলার সাধারণ জনগণ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত সরাসরি দলীয় প্রতীকের প্রার্থী না থাকলেও ভিতরে ভিতরে নিজ নিজ গ্রুপের প্রার্থীর পক্ষে খুবই সতর্কতার সহিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ চাউর রয়েছে। এই ক্ষেত্রে আওয়ামী লীগের দুই প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ এবং বৌলাই ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আওলাদ হোসেন প্রার্থী হয়েছেন। তাদের দুই প্রার্থীকে ভাই বোনে পৃথক পৃথক নির্বাচনী প্রার্থী হিসেবে মাঠে নামিয়েছেন বলেও জনমনে কানাঘুষা রয়েছে ।

অপরদিকে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল আলমও দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে জনগণের প্রার্থী হিসেবে ভোটের মাঠে এখন পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী মাঠে রয়েছেন। তাই আওয়ামীলীগেরই হেভিওয়েট দুই প্রার্থী আর বহিষ্কৃত বিএনপির এক প্রার্থী লড়ছেন এই ত্রিমূখী নির্বাচনে।

ইতিমধ্যে চেয়ারম্যান প্রার্থী মামুন আল মাসুদ ৮ দফা এবং নাজমুল আলম ১১ দফা নির্বাচনী ইসতেহার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণাও করেছেন।

সব মিলিয়ে তিন প্রার্থীই যেন নড়েচড়ে উঠেছেন স্ব স্ব সমর্থক ও নেতাকর্মীদেরকে নিয়ে। আ’লীগেরই দুইজন এবং বিএনপির প্রভাবশালী হেভিওয়েট প্রার্থী হওয়ায় জনসাধারণ তথা ভোটারের মাঝে দেখা দিয়েছে ত্রিমুখী হাটাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা।

এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলা আ’লীগে দুইজন প্রার্থী থাকায় দুই ভাগে বিভক্ত তথা সরকারি দলের নেতা-কর্মী ও জনসাধারণের ভোটও দুই ভাগে বিভক্ত হবে বলে সবার ধারনা। তাই ভোটাররাও কঠিন হিসাব কষছে ভোট প্রদানে।

সর্বোপরি বিশ্লেষকদের অভিমত কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থীই জনপ্রিয়। তাই ভোটার উপস্থিতির উপরই নির্ভর করবে কে ভোটযুদ্ধে বিজয়ী হবে।

অপরদিকে তৃণমূল ভোটারদের দাবি, সবসময় আমাদের গরীব দুঃখী মানুষের পাশে যাকে আমরা পায় তাকেই ভোট দেব। তবে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বলছে, যেহেতু এখানে আ’লীগের দুইটি গুরুপ রয়েছে একটি বর্তমান এমপি এবং আরেকটি গত জাতীয় সংসদ সদস্য নির্বাচনের স্বতন্ত্র তাই ভোটের মাঠে তুমুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা সদর উপজেলা চেয়ারম্যান হিসাবে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করবে যে হবে এ উপজেলা উন্নয়নের রুপকার। সততার সাথে নিজেকে সাধারণ মানুষের উন্নয়নে নিবেদিত করবেন এবং যার মধ্যে কোন অহংকার নেই এমন সৎ মেধাবী একজন যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবে সাধারণ ভোটাররা।

সবমিলিয়ে এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ৯ ভাইস চেয়ারম্যান পুরুষ পদে জন এবং ৩ জন ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা যায়।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল হাওর টাইমস কে বলেন, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে সকল প্রকার প্রস্তুতি উপজেলা প্রশাসনের পাক থেকে নেয়া হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৫১ হাজার ৮৬৮ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৪৪৪ জন, পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৪২২ জন, হিজরা ২ জন এবং ১১৭ টি ভোট কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST