বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইন উপজেলায় বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুরে মিঠামইন উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদ মিয়া।
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী (১২-১৪ মে) বিশেষ সেবা কার্যক্রমের দ্বিতীয় দিন সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি হিসাবরক্ষণ কার্যক্রমে সনাতনী পদ্ধতির পরিবর্তে হিসাবরক্ষণ, পেনশন সহ সরকারি সেবায় ডিজিটালাইজ ও ভোগান্তিবিহীন সরকারি সুবিধা প্রাপ্তি নিয়ে বক্তারা আলোচনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদ মিয়া। এছাড়াও বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।