ভৈরব প্রতিনিধিঃ
আবারো শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই তাপদাহে সাধারণ শ্রমজীবী মানুষ ও পথচারীদের কষ্ঠ লাঘবে ছাতা বিতরণ করেছে ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দল।
আজ বুধবার (১৫ মে) বেলা ১১টায় শহরের বঙ্গবন্ধু স্বরণির সালাম প্লাজার সামনে শতাধিক শ্রমজীবী ও পথচারীদের হাতে শতাধিক ছাতা তুলে দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম সুজনের নেতৃত্বে ছাতা বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা উজ্জ্বল মিয়া, জামান মিয়া, যুগ্ন আহবায়ক দিদার হোসেন পিন্টু, মুছা মিয়া, শিবপুর ইউনিয়নের আহবায়ক সানাউল্লাহ, সদস্য সচিব জাকির মেম্বার, আব্দুর রহমান, শফিক আহমেদ, আগানগর ইউনিয়নের আহবায়ক শাহা আলম, শিমুলকান্দি ইউনিয়নের আলামিন মেম্বার, শ্রীনগর ইউনিয়নের রেনু মিয়া প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।