কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ইটনা উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ডাইস চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে আছেন চৌধুরী কামরুল হাসান (কাপ পিরিচ), এড: আবুল কাউসার খান মিল্কী (মোটর সাইকেল), এড: খলিলুর রহমান (আনারস), মো: ফেরদৌস ঠাকুর (টেলিফোন), ফজলুর রহমান (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী হিসেবে অরুন কুমার ঘোষ (টিয়া পাখি), শওকত হোসেন মীর জালালম(উড়োজাহাজ), মোঃ আল ইমরান (চশমা), শাখাওয়াত হোসেন (মাইক), মুর্শেদ খন্দকার (টিউবওয়েল) এবং সিব্বির মাহমুদ (তালা) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ রোজি (কলস), হাজেরা বেগম (ফুটবল) এবং মাহমুদা আক্তার রানা (হাঁস) মার্কায় নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে ইটনা উপজেলা পরিষদ নির্বাচন। ইটনাতে ৫৭টি ভোটকেন্দ্রে ৩৪৬ টি ভোট কক্ষে ১ লাখ ৪৬ হাজার ৫০২ জন ভোটার তাদের ভোট দিবেন।
পর্যবেক্ষক মহলের ধারণা ত্রিমুখী ভোট যুদ্ধের সম্ভাবনা ক্ষীণ হয়ে ক্রমাগত দ্বিমুখী ও হাড্ডি হাড্ডি ভোট যুদ্ধের দিকে এগুচ্ছে বলে মনে করা হচ্ছে। এই ক্ষেত্রে বর্তমান দুই বারের উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান (কাপ-পিরিচ) ও জেলা পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট আইনজীবী এড: আবুল কাউসার খান মিল্কী (মোটর সাইকেল)’র মধ্যেই এই দ্বিমূখী ভোট যুদ্ধের সম্ভাবনা রয়েছে।
সর্বোপরি গত একসপ্তাহে নির্বাচনী মাঠে ক্রমেই পরিবর্তনের শ্লোগানকে সামনে ঘিরে জনগণ অনেকটা উজ্জীবিত বলেও ধারণা করা হচ্ছে। সবমিলিয়ে জনগণের ভোট কেন্দ্রে উপস্থিতির উপরই জয় পরাজয় নির্ভর করবে এমনটি ভাবছে সচেতন মহল। এই মুহূর্তে ইটনা উপজেলা নির্বাচনে জমজমাট প্রচারণায় ক্রমেই জটিল সমীকরনের আবাস পাওয়া যাচ্ছে!!
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।