কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইলে বসতঘর থেকে ভোররাতে ঘুমন্ত মায়ের কাছ থেকে সিঁধ কেটে আড়াই মাস বয়সী জুনায়েদ নামে এক শিশুকে চুরি হয়ে গেছে ।
সোমবার (১০ জুন) ভোররাত ৪ টার দিকে উপজেলা ১নং তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ (পাচ পাড়া) গ্রামে রহস্যময় চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে , শিশুটি কুমিল্লা সদর এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। মা সানজিদা খাতুন ছেলে জুনায়েদের জন্মের কয়েক মাস আগে থেকে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া এলাকার বাবা হেসউদ্দিনের বাড়িতে রয়েছেন। সোমবার (১০ জুন) ভোর রাতে মায়ের সাথে ঘুমিয়ে থাকাবস্থায় বসত ঘরের পিছনের সিঁধ কেটে শিশু জুনায়েদ’কে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে।
শিশুটির মা সানজিদা বলেন, রাতে খাবারের পর একমাত্র ছেলে জুনায়েদ’কে নিয়ে ঘুমিয়ে যান। রাত তিনটার দিকে জুনায়েদের কান্নায় ঘুম ভেঙে গেলে নিজ বাচ্চাকে আবার খাইয়ে ঘুমিয়ে যান।
ফজরের আযানের সময় সানজিদার ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে থাকা জুনায়েদ নেই। দড়জা খোলা এবং ঘরের পিছন দিকে সিঁদ কাটা। শিশু জুনায়েদের বাবা সাজ্জাদ হোসেন কুমিল্লায় গার্মেন্টসে চাকুরি করেন।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাচ্চাটি কেন, কীভাবে নিখোঁজ হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।