1. admin@haortimes24.com : admin :
স্ত্রীকে খুশি করতে অন্যের শিশু চুরি! ১২ ঘন্টার মধ্যে পুলিশি অভিযানে উদ্ধার!! - হাওর টাইমস ২৪
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত
শিরোনাম
অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব’র নতুন কমিটিঃ সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসিকে পূনবহালের দাবিতে ইটনায় বিএনপির বিক্ষোভ! পিবিআই এর ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ‘জিলাপি’ খেতে চাওয়ার অডিও ভাইরালে ক্লোজড ইটনা থানার ওসি অডিও ভাইরালঃ ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ইটনার ওসি অষ্টগ্রামে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কটিয়াদীতে সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক মাহবুবুল আলম কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৪ মাস ১১ দিন পর মিলল ২৮ বস্তা টাকা করিমগঞ্জে বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ স্মরণ সভা অনুষ্ঠিত

স্ত্রীকে খুশি করতে অন্যের শিশু চুরি! ১২ ঘন্টার মধ্যে পুলিশি অভিযানে উদ্ধার!!

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১২২ বার পঠিত হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে স্ত্রীকে খুশি করতে অন্যের বাচ্চাকে সিঁধ কেটে চুরি করার ১২ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১০ জুন) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ বেত্রাহাটি এলাকায় অভিযান চালিয়ে তাড়াইল থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

এ সময় দুজনকে আটক করে পুলিশ।আটককৃতরা হলেন: বেত্রাহাটি গ্রামের রুবেল মিয়া (৩২) ও তার শাশুরী সস্তো বেগম (৬০)।

সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, আটক রুবেলের স্ত্রী খাদিজার চারটি কন্যা সন্তান রয়েছে। তাদের কোন ছেলে সন্তান নেই। গতকাল একটি হাসপাতালে রুবেলের স্ত্রীর খাদিজা আরও একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাই পুত্র সন্তান না থাকায় রুবেল সিঁধ কেটে ওই ছেলে শিশুটাকে চুরির পরিকল্পনা করে।

রুবেলের শ্বশুর বাড়ি এবং চুরি হওয়া শিশু জুনায়েদের মায়ের বাড়ি একই এলাকায়। চতুর্থ বারের মতো রুবেল স্ত্রীর গর্ভে কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে খুশি করতে মায়ের সঙ্গে পরামর্শ করে জুনায়েদকে চুরি করার সিদ্ধান্ত নেন রুবেল। জুনায়েদকে চুরি করার পর স্ত্রী খাদিজা একই সঙ্গে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম দেন বলে প্রচার করেন। পুলিশ বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়িতে যায়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে শিশু চুরির ঘটনা।

এ দিকে শিশুটিকে উদ্ধারের পর তারা নাজনীনের কোলে তুলে দেন পুলিশ সুপার। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।রোববার রাতে তাড়াইল উপজেলার তালডাঙ্গা শাহবাগ গ্রামে সিঁধ কেটে সাজ্জাদ হোসেনের স্ত্রী নাজনীন আক্তারের কাছ থেকে তিন মাস বয়সী শিশু জুনায়েদ চুরি হয়।

তিন মাস বয়সী শিশু পুত্র জুনায়েদকে নিয়ে ঘুমিয়ে ছিলেন গৃহবধূ নাজমিন আক্তার। শেষ রাতে ঘুম ভেঙে দেখতে পান, প্রিয় সন্তান পাশে নেই। এরপর থেকে থামে না কান্না।

রাতের খাবারের পর শিশু জুনায়েদকে নিয়ে নিজের মাসহ একই বিছানায় ঘুমিয়ে পড়েন তাড়াইল উপজেলার তালডাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাছপাড়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে নাজনীন আক্তার। এ সময় শিশুটির বাবা সাজ্জাদ হোসেন বাড়িতে ছিলেন না।

ভোর বেলা ঘুম ভেঙে গেলে তিনি দেখেন শিশু জুনায়েদ নেই, পড়ে আছে খালি বিছানা। এ সময় ঘরের খাটের সঙ্গে টিনের বেড়ার নিচে সিঁধ কাটা দেখা যায়। দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘুমন্ত অবস্থায় মায়ের কাছ থেকে চুরি করে নিয়ে যায় শিশুটিকে। এমন ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্তম্ভিত স্বজন ও এলাকার মানুষ।

শিশু জুনায়েদের বাবা সাজ্জাদ হোসেনের বাড়ি চট্টগ্রামে। তিনি ঢাকায় ব্যবসা করেন। তবে শিশু জুনায়েদের জন্মের কিছুদিন আগে থেকে তাড়াইল উপজেলার তালডাঙ্গা এলাকায় বাবার বাড়িতে বসবাস করেন নাজনীন আক্তার।

মা নাজনীন জানান, শিশুটির বাবা সাজ্জাদ হোসেন পারিবারিক কাজ দুদিন আগে কুমিল্লায় তার বোনের বাড়িতে গেছেন। শনিবার রাত দুইটা পর্যন্ত তিনি সজাগ ছিলেন। শিশু জুনায়েদ অসুস্থ থাকায় ঘুমাচ্ছিল না। কয়েকবার মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথাও হয় তার। দুই ঘণ্টা পর ঘুম ভেঙে দেখতে পান তার আদরের ধন চুরি হয়ে গেছে। এরপর থেকেই কান্না থামছিল না সন্তান হারা এই মায়ের।

খবর পেয়ে সকাল থেকে শিশুকে উদ্ধারে অভিযানে নামে তাড়াইল থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ।দিনভর অভিযান শেষে বিকেলে উদ্ধার করা হয় শিশুটিকে।

এদিকে হারিয়ে যাওয়া বুকের ধন হাতে পেয়ে আনন্দ অশ্রুতে ভেসে যায় মা নাজনীনের বুক। বারবার তিনি সন্তানের মুখে ও কপালে চুমু খাচ্ছিলেন। অল্প সময়ের মধ্যে হারিয়ে যাওয়া সন্তানকে উদ্ধার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST