বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের ‘স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা’ বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে অষ্টগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন.আই.এল.জি), মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনোজ কুমার রায়।
অষ্টগ্রাম উপজেলা ৮টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, সদস্য, ইউনিয়ন সচিব, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’দের জন্য স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্সের আয়োজন করে, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন.আই.এল.জি) ঢাকা। রোববার দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষ হবে।
এসময় উপস্থিত ছিলেন, পরিচালক ও প্রশিক্ষণ পরামর্শক (অতিরিক্ত সচিব) মো. সবুর হোসেন, উপজেলা চেয়ারম্যান এ. এফ মাশুক নাজিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ দিলশান জাহান, সদর ইউপি চেয়ারম্যান, সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, খয়েরপুর-আব্দুল্লাপুর চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁ প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।