কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের বরণসহ মাসিক সমন্বয় প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সহকারী কমিশনার ভূমি ও অতিরিক্ত দায়িত্বে থাকা ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন’র সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ষ্ট উপজেলা পরিষদসহ তিনবারের ও নবনির্বাচিত চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান এর উপস্থিতিতে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা- মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক।
সভায় প্রথমেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ভাইস চেয়ারম্যান মীর শওকত হোসেন জালাল, মহিলা ভাইস চেয়ারম্যান রুজি আক্তারকে
ফুল দিয়ে বরণ করেন।
কমিটির উপদেষ্টা নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ভাইস চেয়ারম্যান মীর শওকত হোসেন জালাল, মহিলা ভাইস চেয়ারম্যান রুজি আক্তার, ইটনা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) জাকির রব্বানীসহ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকসহ আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভার সকল সদস্যগণ।
সবশেষে উপজেলা উপজেলা পরিষদের সাবেক ও বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান সকলকে
ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিক ভাবে তাকে পূনরায় দায়িত্ব প্রদান করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।