কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরস নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত-বিচারসহ ৯ দফা দাবিতে মাথায় লাল কাপড় বেধে কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে শহরের পুরাতন থানা এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেল স্টেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেল স্টেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। পরে রেল স্টেশন এলাকায় ৯ দফা দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থী। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেধে অংশ নেয়।
এ সময় ‘আমার ভাই মরলো কেনো, জবাব জবাব চাই’, ‘তুমি কে আমি কে সমন্বয়ক, সমন্বয়ক’-সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে পুলিশ আসলেই সমাবেশের সমাপ্তি করে তারা স্থান ত্যাগ করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অভি চৌধুরী, ইকরাম হোসেন, এনামুল হক নাঈম, আফসানা ইসলাম প্রমুখসহ কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।