বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়ন পরিষদে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিসহ পৃথক তিনটি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে, ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ দিলশাদ জাহান।
সভায় সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় নাশকতা প্রতিরোধে সকলকে আরো বেশি সচেতন থাকা, যুব সমাজকে মাদক মুক্ত রাখাসহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো এবং আধুনিক ইউনিয়ন বির্ণিমাণে সবার সহযোগিতা বিষয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি ইউএনও মোছাঃ দিলশাদ জাহান, ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, স্বাস্থ্য কর্মী আলী আকবর, ইউপি সচিব মো. বোরহান উদ্দিন প্রমুখ।
পরে, ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভা ও জন্ম মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির পৃথক দুটি সভা একই স্থানে অনুষ্ঠিত হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।