কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জস্থ ইটনা সমিতির উদ্যোগে সর্বজন শ্রদ্ধেয় মরহুম রহমত খান স্যারের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ আগষ্ট) বিকাল ৪ ঘটিকায় কিশোরগঞ্জ পুরান থানাস্থ টিনপট্টিতে সমিতির কার্যালয়ে এ স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জস্থ ইটনা সমিতির সাবেক নির্বাচন কমিশনার ও আজীবন সদস্য সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মরহুম রহমত খান স্যারের স্বরণ সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ইটনা সমিতির সভাপতি গিয়াস উদ্দিন খান আরজু মিল্কী।
সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খান স্যারের ছাত্র ও সমিতির উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
সৃতিচারণ মূলক বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সোহেল আহমেদ, সবুজ মিয়া, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী হোসেন, চং শোলাকিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল হক, ব্যাংকার মুসলেহ উদ্দীন,শিক্ষক জহির আহমেদ, বড়ীবারী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুজিবুর রহমান রতন, থানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও সিরাজ উদ্দীন, ইটনা সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, থানেশ্বর স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল রোকন উদ্দীন ভূইয়া,সমিতির যুগ্ম সম্পাদক মাজহারুল হক, মাওলানা আব্দুল বারী রিয়াদী, আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, সমিতির উপদেষ্টা এরশাদ মল্লিক, পাচকাহনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ড. সামছুর রহমান, ইটনা সমিতির প্রধান নির্বাচন কমিশনার বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মরহুম রহমত খান স্যারের রড় ছেলে মাহমুদুল হাসান খান।
বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার আয়োজনের সমাপ্তি করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।