মোহাম্মদ খলিলুর রহমানঃ
কিশোরগঞ্জের বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মুরাদ হোসেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে তিনি বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বাজিতপুর থানায় যোগদানের আগে তিনি টাঙ্গাইল বাসাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
নতুন ওসি বাজিতপুর উপজেলার পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
প্রসঙ্গত, বাজিতপুর থানার ওসি মোঃ মুরাদ হোসেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সন্তান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।