স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার সকল মানুষকে মানব সম্পদে পরিণত করে এক ছাতার নিচে এনে বেকার মুক্ত কিশোরগঞ্জ গড়ে তোলাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য বলে জানান মোহাম্মদ আনোয়ার হোসেন নিটোল।
কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকার কৃতি সন্তান তিনি। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার ( sels ) হিসেবে বেশ সুনামের সাথে কর্মরত আছেন তিনি। ঢাকায় অবস্থিত কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার প্রায় ১১ হাজারেরও উপরে সদস্যদের ” ঢাকা কিশোরগঞ্জ জেলা বাসি ” ডিকেজেডবি নামের একটি বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপের গ্রুপ ক্রিয়েটর ও এডমিন তিনি।
এ গ্রুপের মাধ্যমে বেকারমুক্ত কিশোরগঞ্জ জেলা গঠনে প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এর মধ্যে বেশ সফলতাও অর্জন করেছেন। দেশের বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানে তিনি যোগ্যতা অনুযায়ী কিশোরগঞ্জ জেলার প্রায় চার হাজারেরও বেশি বেকার চাকরি প্রত্যাশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন যা অতীব প্রশংসনীয়। এ ছাড়াও তার আন্তরিকতা ও প্রচেষ্টার মাধ্যমে এক ব্যতিক্রমী ও মূল পরিকল্পনায় রয়েছে ” স্বপ্নের কিশোরগঞ্জ সোসাইটি “র। এটি বাস্তবায়ন হলে ঢাকায় কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার মানুষ একই ছাতার নিচে গড়ে উঠবে একটি সুন্দর পরিবেশ। তাই জেলার সাধারণ মানুষের জন্য আবাসন প্রকল্প হিসেবে ” কিশোরগঞ্জ সোসাইটি ঢাকা ” বাস্তবায়ানের কাজও দ্রুত এগিয়ে চলছে।
ইতোমধ্যে গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ কিশোরগঞ্জ সোসাইটি ঢাকা প্রকল্পের প্রথম ধাপে ৩৫ কাঠা জমির বায়না রেজিস্ট্রি নকল বুঝে পেয়েছে সংস্থাটির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ। পরবর্তী ধাপে তারা আরো ৫৫ কাঠা জমির শেয়ারের অংশীদার হতে পারেন কিশোরগঞ্জ জেলার যেকোনো সদস্য।
শেয়ার বুকিং ও চলমান।
জানা গেছে , কিশোরগঞ্জ সোসাইটি প্রকল্পটি আর্মি জলসিড়ি হাউজিং এর পাশে ঢাকা-সিলেট হাইওয়ে পশ্চিম দিকে মুড়াপাড়া বাড্ডা নতুন বাজার থেকে পথ মাত্র ২০ কিলোমিটার। তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা + ২৫ লক্ষ টাকায় একজন শেয়ারহোল্ডার পাবেন চার রুমের ১৫০০ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট এবং শপিং মানের একটি দোকান এর শেয়ার।
মোহাম্মদ আনোয়ার হোসেন নিটোল জানান, শেয়ারের বিপরীতে জমির পরিমাণ ০.৮২ শতাংশ যা ২০০ কাঠা জমির মধ্যে অচিহ্নিত / অবিভক্ত। প্রতি শেয়ারের মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা। আর সদস্য ফি হচ্ছে পাঁচ হাজার টাকা যা অফেরত যোগ্য। মোট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা। তিনি আরো বলেন , কিস্তিতে সবাই ৫০ হাজার টাকা করে জমা দিচ্ছেন। বাকি টাকা তিনটি কিস্তির মাধ্যমে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ১ লক্ষ টাকা করে জমা দিয়ে মোট চার মাসের মধ্যে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করে খুবই সহজে কিশোরগঞ্জের সোসাইটি ঢাকার গর্বিত সদস্য হতে পারবেন। জমি প্রত্যেকের নামে রেজিস্ট্রি হবে। সম্প্রতি দেশজুড়ে বেশ প্রশংসাও কুড়িয়েছেন ইতিমধ্যে তিনি।
তাছাড়া তিনি গ্রুপের প্রতিটি সদস্যের সাথে সৌহার্দ্যপূর্ণ ভাব বজায় রেখে সদা হাস্যজ্জল মোঃ আনোয়ার হোসেন নিটোল কিশোরগঞ্জ জেলা বাসীর কাছে জনপ্রিয় মানুষ হিসেবে স্থান করে নিয়েছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।