এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবের পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ফলাফল অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত এক মিলন মেলায় পরিনত হয়।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) শ্রীনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খুলিলুর রহমান। শুরুতেই তিনি স্বাগত বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাজেদা আলাল মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ময়মনসিংহের এসএফডিএস জেলা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: আলাল উদ্দিন, বিআইডব্লিউটিএ’র ম্যানেজার আল আমিন, বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় কিশোরগঞ্জে সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: ইমাম হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা: আফজাল হোসেন, ভৈরব জাহিদ চাইল্ড এন্ড স্কিন কেয়ারের শিশু বিশেষজ্ঞ ডাক্তার জাহিদুল ইসলাম, জেড রহমান প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নাজমুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন, জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালের ডাক্তার মো: কামাল হোসেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আব্বাস উদ্দিন ভুঁইয়া, শ্রীনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ইব্রাহিম মিয়া, সিনিয়র সহকারি শিক্ষক নান্নু আহমেদ, বৈশাখী টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী সেতু আক্তার ও নবম শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের সহকারী শিক্ষক সুজন আহমেদ ও সহকারি শিক্ষক আশরাফুল করিম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আরিফুর রহমান এবং ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরিফুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এনি।
ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় আমন্ত্রিত অতিথিদেরকেও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।