মোঃ মিজানুর রহমান রিপনঃ
এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার কিশোরগঞ্জের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
আজ বুধবার (৫ জানুয়ারী) বিকালে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগার কার্যালয়, কিশোরগঞ্জে এক আলোচনা সভা এবং পাঠ প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শতাব্দীর কন্ঠের বার্তা সম্পাদক এম এ আকবর খন্দকার ও কিশোরগঞ্জ সদর বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সভাপতি আমিনুল হক সাদী।
এনভাইরনমেন্টাল সাইন্স ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে এবং ড্রিম সাইন্স ক্লাব ও পাঠাগার (ড্রিম)’র সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক ফাহিম এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নাগরিক ভাবনা’র জেলা প্রতিনিধি সাইফুল্লাহ সাইফ, কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল রানা, আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, ওয়েপ এর পরিচালক মোঃ তারা মিয়া প্রমুখ।
এছাড়াও বিভিন্ন পাঠাগারের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে স্কুল পর্যায়ে রৌদিয়া রহমান প্রাপ্তি, মুন্নি আক্তার মৌ, আতিকা আক্তার তৃষা, নুসাইবা আক্তার, হুমাইরা জাহান সারা, কলেজ পর্যায়ে মোছাঃ আইরিন, হাদিউল ইসলাম, রাফিউল হাসান, জহিরুল ইসলাম রাকিব মিয়া এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফারজানা আক্তার, হালিমা আক্তার, তায়িব হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে রৌদিয়া রহমান প্রাপ্তি স্বরচিত কবিতা আবৃত্তি ও মোছাঃ নুসাইবা আক্তার সংগীত পরিবেশন করে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।