বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের নিকলী উপজেলার কুর্শা এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযানে ইটভাটাটির চিমনী ভেঙ্গে ফেলা হয় এবং ইটভাটাটির কিলন ভেঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ এর যৌথ উদ্যোগে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কুর্শা এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে কিশোরগঞ্জের নিকলী উপজেলার কুর্শায় অবস্থিত মেসার্স আলতাফ ব্রিকস নামক অবৈধ ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় ইটভাটাটির চিমনী ভেঙ্গে ফেলা হয় এবং ইটভাটাটির কিলন ভেঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। অভিযানে পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মমিন ভূইয়া, পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা, সেনাবাহিনীর মেজর মোহাইমিনুল হাসান এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, জেলা পুলিশের সদস্যবৃন্দ, নিকলী থানা পুলিশের সদস্যবৃন্দ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মমিন ভূইয়া।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।