নিজস্ব প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েলের চলমান বর্বর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৭ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা শহরে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এই বিক্ষোভে অংশ গ্রহণ করে। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্র ও ভারতের সমর্থনের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন।
এদিন জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ঢল নামে। সকালে কিশোরগঞ্জের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনে মানববন্ধন করে। এছাড়াও সকাল থেকে জেলা সদরের প্রধান সড়কে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানও বিক্ষোভ মিছিল করেছে।
আছর নামাজের পর কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মু, রমজান আলী, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামসহ জেলা, শহর, সদর নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি পুরান থানার ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে কালিবাড়িসহ জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে শেষ হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।