নিজস্ব প্রতিনিধিঃ
পিবিআই’র ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১ টায় পিবিআই’র ৫ কর্মকর্তার বদলী জনিত বিদায়ী অনুষ্ঠান পিবিআই হেডকোয়ার্টার্সে অনাড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধিত কর্মকর্তাগণ হলেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমেরারী) মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ।
বিদায়ী কর্মকর্তাদেরকে শুভেচ্ছা জানান পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মোঃ মোস্তফা কামালসহ পিবিআই হেডকোয়ার্টার্সের কর্মরত কর্মকর্তাগণ।
এ সময় ডিআইজি (পূর্বাঞ্চল) মোঃ সায়েদুর রহমান, ডিআইজি (পশ্চিমাঞ্জল) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত ডিআইজি (ঢাকা) মোঃ ওয়ালিদ হোসেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পিবিআই প্রধান বলেন, পরিবেশ ও পরিস্থিতির কারণে ছোট পরিসরে আপনাদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বদলী ও অবসরে যাওয়া পুলিশ সদস্যদের জন্য পিবিআইতে যতটুকু সম্ভব বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, “পুলিশের চাকচিক্য কমানো হলেও পেশাদারিত্ব বাড়ানোর চেষ্টা করা জরুরী। সুপারভাইজিং অফিসার হিসেবে আপনাদের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করবেন এই প্রত্যাশা করি। এ সময় তিনি সবাইকে ডিসিপ্লিন্ড থাকতে এবং অধীনস্থদের ডিসিপ্লিন্ড রাখতে পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে ডিআইজি (পূর্বাঞ্চল) মোঃ সায়েদুর রহমান বলেন, পিবিআই লিডার মেকার। বাংলাদেশ পুলিশের যে কোন ইউনিট থেকে পিবিআই একযোগে সাপোর্ট দিতে বেশি সক্ষম। এ সময় তিনি বিদায়ী কর্মকর্তাদের ব্যক্তি জীবন ও পরবর্তী কর্মজীবনে সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে ডিআইজি (পশ্চিমাঞ্চল) মোঃ সুজায়েত ইসলাম পিবিআইতে থাকাকালীন বিদায়ী কর্মকর্তাদের সাথে কার্যক্রমের স্মৃতিচারণমূরক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বিদায়ী কর্মকর্তাদের ব্যক্তি জীবন ও পরবর্তী কর্মজীবনে সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ বলেন, “আমি পিবিআই থেকে সব পেয়েছি। এ তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “পিবিআই এর তদন্তের সৌন্দর্য পিবিআই এর বর্তমান চীফ মোঃ মোস্তফা কামাল স্যার ফরমেট দাড় করিয়েছেন। ফলে পিবিআই সুনাম অর্জন করেছে।
অনুষ্ঠানে পুলিশ জনাব মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “অল্প সময়ে পিবিআই থেকে অনেক কিছু শিখেছি। আবারো সুযোগ পেলে পিবিআইতে চাকুরি করবো।”
অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমেরারী) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পিবিআইতে আমি আমার চাকুরী জীবনের স্বর্ণসময় পার করেছি। এ সময় তিনি লজিষ্টিক সাপোর্ট এবং তদন্ত রহস্য উদঘাটনের পুরষ্কার নিজের উদ্যোগে প্রদান করায় বর্তমান চীফ মোঃ মোস্তফা কামাল এর ভূয়সী প্রশংসা করেন।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান, নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে বর্তমান চীফ স্যার এর পরিচালনা হৃদয়ে দাগ কেটেছে। আমি যতদিন পুলিশে থাকব পিবিআইকে সব সময় ধারণ করব।
বিদায়ী কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান এবং অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারী) মোঃ জাহাঙ্গীর আলম দ্বয় ২৪ তম বিসিএস, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান দ্বয় ২৫ তম বিসিএস, এবং পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ ২৭ তম বিসিএস এর কর্মকর্তা। অনুষ্ঠানে সকলেই পিবিআই এর সুখ স্মৃতি স্মরণ করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।