1. admin@haortimes24.com : admin :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে ৩ ছাত্রীসহ ৪ জনের মৃত্যু - হাওর টাইমস ২৪
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইটনায় ডিএসকের ৫ লাখ ৪ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে ৩ ছাত্রীসহ ৪ জনের মৃত্যু ময়মনসিংহের ৬ থানার ওসিকে ১ দিনের ব্যবধানে বদলি জামাতা কর্তৃক শ্বাশুড়ি খুন, মাত্র ২ দিনেই ঘাতক জামাতাকে গ্রেফতার করে পিবিআই অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান-লাখ টাকা জরিমানা ও সিলগালা বিকেওএ অষ্টগ্রাম উপজেলা কমিটির সভাপতি রায়হান-সম্পাদক বোরহান নির্বাচিত কিশোরগঞ্জে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগ প্রদানের দাবীতে দুই ঘন্টা কর্মবিরতি মাওলানা রইছ উদ্দিন হত্যার প্রতিবাদে ভৈরব দুর্জয় মোড়ে অবরোধ কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত কটিয়াদীতে দেড় বছরের শিশুর গলায় লিচুর বিচি আটকে মৃত্যু
শিরোনাম
ইটনায় ডিএসকের ৫ লাখ ৪ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে ৩ ছাত্রীসহ ৪ জনের মৃত্যু ময়মনসিংহের ৬ থানার ওসিকে ১ দিনের ব্যবধানে বদলি জামাতা কর্তৃক শ্বাশুড়ি খুন, মাত্র ২ দিনেই ঘাতক জামাতাকে গ্রেফতার করে পিবিআই অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান-লাখ টাকা জরিমানা ও সিলগালা বিকেওএ অষ্টগ্রাম উপজেলা কমিটির সভাপতি রায়হান-সম্পাদক বোরহান নির্বাচিত কিশোরগঞ্জে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগ প্রদানের দাবীতে দুই ঘন্টা কর্মবিরতি মাওলানা রইছ উদ্দিন হত্যার প্রতিবাদে ভৈরব দুর্জয় মোড়ে অবরোধ কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত কটিয়াদীতে দেড় বছরের শিশুর গলায় লিচুর বিচি আটকে মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে ৩ ছাত্রীসহ ৪ জনের মৃত্যু

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৭ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে পৃথক বজ্রপাতে তিন স্কুলছাত্রী ও এক কৃষকসহ মোট চারজন মারা গেছেন। এর মধ্যে জেলার পাকুন্দিয়ায় তিন স্কুলছাত্রী এবং মিঠামইনে এক কৃষক মৃত্যুবরন করেছে বলে জানা যায়।

পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পরীক্ষায় অংশ গ্রহণের জন্য যাওয়ার পথে বজ্রপাতের ঘটনায় ফারিয়া জান্নাত ইরিনা (১৫), আদ্রিতা ইসলাম প্রিয়া (১৫) ও বর্ষা (১৫) নামে নবম শ্রেণির তিন ছাত্রী মারা গেছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে বজ্রপাতে তিন ছাত্রীর মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া তিন ছাত্রীর মধ্যে ফারিয়া জান্নাত ইরিনা চরটেকী নামাপাড়ার ফকির বাড়ির জালাল উদ্দিনের মেয়ে, আদ্রিতা ইসলাম প্রিয়া একই বাড়ির বাদল মিয়ার মেয়ে ও হিমা আক্তার বর্ষা একই এলাকার মো. বোরহান উদ্দিনের মেয়ে।

তিনজনই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার বেলা ১টার থেকে বিদ্যালয়ে তাদের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো।

চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যালয়ে অভ্যন্তরীণ পরীক্ষা চলছে। মঙ্গলবার বেলা ১টায় ৯ম শ্রেণির বাংলা ১ম পত্র পরীক্ষার জন্য নির্ধারিত ছিলো। এই পরীক্ষায় অংশ নেয়ার জন্য ইরিনা, প্রিয়া ও বর্ষা বাড়ি থেকে স্কুলে আসছিলো। পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে তিনজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত বর্ষাকে কিশোরগঞ্জে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে বর্ষা মারা যায়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ- আলম খান জানান, ইরিনা ও প্রিয়া এই দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আহত অবস্থায় বর্ষা নামে আরেকজনকে আনা হয়েছে। তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন তিন ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে যান। হাসপাতালে ইরিনা ও প্রিয়া এই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া গুরুতর আহত বর্ষাকে কিশোরগঞ্জে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে।

এদিকে একই সময় জেলার হাওর উপজেলা মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের চমকপুর বন্দে গরু আনতে গিয়ে কটু মিয়া (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। তিনি চমকপুর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে। প্রতিবেশী শহিদুজ্জামান শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক কটু মিয়া দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে হাওরে যান। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কটু মিয়া মারা যান।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম বজ্রপাতে কটুমিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদ


সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST