কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে বিদেশী মদসহ দুই আওয়ামী লীগপন্থি আইনজীবীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন জেলার মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান ভুইয়া রুবেল (৪৬) ও জেলা পরিষদের সাবেক সদস্য এ্যাড, সানোয়ার হোসেন রুবেল (৪৬)।
বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কোদালিয়া নামক স্থান থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন তাঁদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় দুই আইনজীবীকে বহনকারী প্রাইভেটকারের চালক মো. সাইম (২৫) কেও মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে আনা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, আজ ভোর ৪টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কোদালিয়া নামক স্থানে একটি চেকপোস্টে পুলিশ তাঁদের বহনকারী প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করে। পরে তাদের আটক করে পাকুন্দিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
এরপর পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বাদী হয়ে তিনজনকে আসামি করে মাদক আইনে মামলা করেন। বিকেলে তাঁদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে আসামিদের পক্ষে কেউ জামিনের আবেদন না করায় বিচারক মেহনাজ আফরোজের নির্দেশে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারী নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শাহাদত হোসেন বলেন, আটক দুই আইনজীবী লুৎফুর রহমান ভুইয়া রুবেল ও সানোয়ার হোসেন রুবেলের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী দায়ের করা বিস্ফোরক আইনে মামলাসহ সংঘর্ষ, মারধর, হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের একাধিক মামলা রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।