নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় তাড়াইল থানা পুলিশ ও তাড়াইল উপজেলার সাংবাদিকদের যৌথ আয়োজনে সাংবাদিক বনাম পুলিশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় তাড়াইল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাড়াইল থানা পুলিশ একাদশ বনাম তাড়াইল সাংবাদিক একাদশ মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
‘‘খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে ভুমিকা রাখে’’ এ উদ্দেশ্যকে সামনে রেখে তাড়াইলে সাংবাদিক বনাম পুলিশ প্রীতি অনুষ্ঠিত ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) পপি খাতুন, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা, উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন, তাড়াইল প্রেসক্লাব, তাড়াইল উপজেলা প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা ও তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
তাড়াইল সাংবাদিক একাদশ বনাম তাড়াইল থানা পুলিশ একাদশ মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। এরক একটি সুন্দর ও জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করায় তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ সাব্বির রহমান ও উপজেলার সাংবাদিকবৃন্দকে এলাকাবাসী ধন্যবাদ জানায়। আগামীর সমাজ গঠনে পুলিশ সাংবাদিক একাকার হয়ে ভূমিকা রাখবে বলে এলাকাবাসী জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।