দৈনিক তোকদার নিউজ ডট কম,এর নিজস্ব,প্রতিবেদক :-
তবে আবারও বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা।একইসঙ্গে বিজলি চমকানোসহ বজ্র-বৃষ্টি নামার সম্ভাবনার কথা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার(৪মে)সকাল ৯টা থেকে ২৪ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,ঢাকা,খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু জায়গায় এবং রাজশাহী,রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ডিগ্রি সেলিসিয়াস এবং রাতের তাপমাত্রা ১-২ডিগ্রি সেলিসিয়াস বাড়তে পারে বলেও জানায় অধিদপ্তর।
ঢাকায় ১৪মিলিমিটারসহ রংপুর বিভাগ ছাড়া প্রায় সারাদেশেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিন ঢাকায় সর্বোচ্চ ২৯দশমিক ১ডিগ্রি এবং সর্বনিম্ন ২২দশমিক ১ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে আগামী তিন দিনের মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।