বাজিতপুর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৯সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বাজিতপুর উপজেলা অডিটোরিয়াম কামকমিউনিটি সেন্টারে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোরশেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাংসদ মো. আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান বাবু সুব্রত পাল, অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান গোলনাহার ফারুক, সহকারী কমিশনার (ভূমি) জেবুন নাহার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি কৃষ্ণ চন্দ্র দাস, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।
সমাবেশে বক্তাগণ যেকোন পরিস্থিতিতে সকল ধর্ম ও বর্ণের মানুষের মাঝে সামাজিক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে অপপ্রচার প্রতিরোধে সামাজিক সম্প্রীতি সমাবেশ ভূমিকা রাখবে মর্মে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।