এম আর রুবেল, ভৈরব প্রতিনিধি:
নিরাপদ সড়ক দিবসে কিশোরগঞ্জের ভৈরবে র্যালি, আলোচনাসভা ও বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ভৈরব উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ব্যালী বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এর পর বেলুন উড়িয়ে একর্মসূচির উদ্ধোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
পরে ভৈরব উপজেলা বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আলোচনাসভা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সভায় নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এসএম বাকি বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ মো:মোজাম্মেল হক, এলিন ফুড প্রোডাক্টসের মহা ব্যবস্থাপক রঞ্জন কুমার কর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন।
প্রভাষক ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক -শীক্ষার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন অংশ নেন।
আলোচনাসভা শেষে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।