বিশেষ প্রতিনিধিঃ
হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে বিপথ থেকে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু- টুর্নামেন্ট ২০২২ ফাইনাল ম্যাচ।
সোমবার (৩১অক্টোবর) বিকালে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে পশ্চিম আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিলুপ্তপ্রায় এ খেলা দেখতে ভিড় জমান বিভিন্ন এলাকার কয়েক হাজার দর্শক। খেলায় অংশগ্রণ করে প্রতিদ্বন্দ্বীতা করেন লক্ষ্মীপুর মাতুয়াকান্দা বনাম লক্ষীপুর নামাকান্দা দল।
খেলায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মো. লূৎফর রহমান ও জেলা পরিষদের সদস্য মো. আব্দুস সাত্তার মাষ্টার।
উক্ত ফাইনাল ম্যাচ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন, সলুয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক, তরুণদের অহংকার ইলহাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সহকারী পরিচালক মো.বায়েজিদ হাসান (এম.এ)। পৃষ্ঠপোষকতা করেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মো. সাইফুল ইসলাম শরীফ।
খেলায় লক্ষ্মীপুর নামাকান্দা দল পেয়েছে ৪ পয়েন্ট এবং লক্ষ্মীপুর মাতোয়ার কান্দা দল পেয়েছে ৯ পয়েন্ট।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান দল লক্ষ্মীপুর মাতুয়ারকান্দা দলের হাতে একটি ষাঁড় গরু ও রানার্স আপ দল লক্ষ্মীপুর নামাকান্দা দলের হাতে একটি খাসি সহ দুই দলের মাঝে ক্রেস্ট তুলে দেন। খেলা পরিচালনা করেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. মাসুদ রানা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।