অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সোস্যাল ইসলামী ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে এ উপলক্ষে অষ্টগ্রামের জামতলী এলাকার এজেন্ট ব্যাংকিং শাখায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অষ্টগ্রাম সোস্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মো. আব্দুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মোয়াজ্জেম (রহঃ) জামে মসজিদের খতিব হাফেজ মাও. আব্দুল হাই আল কাদরী, অষ্টগ্রাম বড় বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. তাজুল ইসলাম, স্বপ্নীল গণগ্রন্থাগারের সাংগঠনিক সম্পাদক আমিনুল হক নজরুল প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মংগল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।