মো. নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা অষ্টগ্রামকে কিশোরগঞ্জের প্রথম শতভাগ স্কাউট উপজেলা ঘোষণা করলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে এক জাকজমক পূর্ণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি মো.হারুন-অর- রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিচু।
জানায় যায়, উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ বাংলাদেশ স্কাউটের একজন এএলটি। তিনি অষ্টগ্রামে যোগদানের পর থেকে উপজেলা স্কাউটের উন্নয়নে মনোনিবেশ করেন। তাঁর প্রচেষ্টায় অষ্টগ্রাম উপজেলা গত জুলাই মাসে স্কাউটিংএ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়। এরপর তিনি উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনকে স্কাউটের আওতায় নিয়ে আসেন। এরই ফলস্রুতিতে বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চল অষ্টগ্রাম উপজেলাকে কিশোরগঞ্জ জেলার প্রথম শতভাগ স্কাউট উপজেলা হিসেবে মনোনীত করলে শনিবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম অষ্টগ্রাম উপজেলাকে কিশোরগঞ্জ জেলার প্রথম শতভাগ স্কাউট উপজেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।