মোস্তাফিজ আমিন॥
ভৈরবে তিনদিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন হয়েছে।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে ভৈরব সরকারি কাদির বক্স পাইলট মডেল স্কুল মাঠে এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ও বিসিবির সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ভৈরব এই মেলার আয়োজক।
সংসদের সভাপতি নাসার মাহমুদ জাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক রাশফিকুজ্জামান একান্ত।
নাজমুল হাসান পাপন এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতা সম্পর্কে জানতে হবে। স্বাধীনতা বিরোধীদের হীনকর্মকান্ড জানতে হলে নতুন প্রজন্মকে এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। দেশ বিরোধী চক্রান্তকারীদের সাথে কোন রকম আপোষ করা যাবে না।
জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই চক্রান্তকারীদের সকল প্রতিবন্ধকতায় বঙ্গবন্ধু কন্যার পাশে আমাদের দাঁড়াতে হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।