কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ডিম খাওয়ানো উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি) বিকেলে এ উপলক্ষে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর মদিনাতুল উলুম ক্কওমি মাদ্রাসা ও এমিতখানায় চারশ’ শিক্ষার্থী এবং নাটশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’শ শিক্ষার্থীকে আনুষ্ঠানিভাবে ডিম খাওয়ানো হয়।
এ উপলক্ষে ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ডিম খাওয়ানো উদ্বোধন করেন।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক, ভেটেরিনারি সার্জন ডা: আল আমিন তাং, সহকারি শিক্ষা অফিসার রঞ্জন কুমার, মহাদেবপুর এনিমেল হেলথ অফিসার এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মহাদেবপুর ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণ হোসেনপুর মদিনাতুল উলুম ক্কওমি মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মুফতি আব্দুস ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।