শাফায়াত নাজমুল,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও চলমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে কিশোরগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন স্থানীয় সাংসদ কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের এমপি ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি।
সোমবার (২ এপ্রিল) কিশোরগঞ্জ সার্কিট হাউস হল রুমে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি বলেন ,বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের অর্জন এবং এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই জনগণ আবারো আমাকে ভোট দেবে ৷
এ সময় তিনি আরো বলেন, আমার পিতা মরহুম সৈয়দ নজরুল ইসলামকে দেখেছি রাতে বাসায় আসেন ঘুম থেকে উঠে দেখি আমার বাবা মানুষের কাজে, দেশের কাজে চলে গেছেন। তিনি সারাটা জীবন দেশে মানুষের জন্য কাজ করে গেছেন।
আর আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলামও আমার বাবার মত দেশের জন্য কাজ করে গেছেন ৷ তাই আমিও সবকিছু ছেড়ে দেশ তথা কিশোরগঞ্জের মানুষের কাছে এসেছি ৷ আমি কিশোরগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই ৷ রাজনীতিতে আমার জন্ম ৷ জননেত্রী শেখ হাসিনা আমাকে পাঠিয়েছেন দেশের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করার এটাই আমার জন্য যথেষ্ট ৷
সোমবার কিশোরগঞ্জ সার্কিট হাউস হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম ও চলমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ,ব্যবসায়ী বাদল রহমানসহ জেলায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।