সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে জামায়াত নেতা ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: তাজুল ইসলাম (৩৯) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর পানান গ্রামের মো: ইসমাইল হোসেনের পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর পানান এলাকা থেকে তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আজিজুল হক জানান, তাজুল ইসলাম হোসেনপুর থানা পুলিশের গাড়ী ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের ঘটনায় জড়িত বিধায় গ্রেফতার করা হয়েছে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে তাজুল ইসলামকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।