শাহীন সুলতানাঃ
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) সারা দেশে ২২ হাজার ১০১ টি পরিবারকে জমি ও গৃহ প্রদানের অংশ হিসেবে কুলিয়ারচরে ৩৬ ভূমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার ঘর।
বুধবার (৯আগস্ট) সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাকে গৃহ ও ভূমিহীনমুক্ত ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামীম হোসাইন এর মাধ্যমে ৩৬ টি গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসাইন উপকারভোগীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন।
এসময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান,উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফরুক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.খালেদ হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক আবু বক্কর, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবেরর সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক মো. লোকমান হোসাইন ও সাংবাদিক মো. আলী সোহেল প্রমূখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।