বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত উপজেলা মিঠামইনে মাছ ধরতে গিয়ে বর্ষার পানিতে ডুবে সৈয়দ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ জেলে নিখোঁজ হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে উপজেলার ঢাকী ইউনিয়নের মাহমুদপুর বাজারের পাশের একটি খালে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ বৃদ্ধ জেলে সৈয়দ মিয়া একই ইউনিয়নের আতপাশা (নয়াবাড়ি) গ্রামে মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সৈয়দ মিয়া খালে স্রোতের পানিতে জাল (তেওড়া জাল) দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে খালের তলায় জাল আটকে পড়ে। তিনি, তখন জাল ছাড়ানোর জন্য পানিতে ডুব দিয়ে চেষ্টা করেন। জাল ছাড়াতে না পেড়ে একাধিকবার ডুব দেন। ডুবানোর এক পর্যায়ে আর পানি থেকে উঠে আসতে পারেনি।
পরে, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবরি দল বেলা সোয়া ৩টার দিকে উদ্ধার কাজ শুরু করেন। তার আগে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন।
সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার কাজ বন্ধ করার সময় নিখোঁজ সৈয়দ মিয়ার কোন সন্ধান না পাওয়া যায়নি।
ঢাকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ভূইয়া জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেছে। পরে বিকালে ফায়ার সার্ভিস ডুবরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে।
এই বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা আবুজর গিফারি বলেন, খবর পেয়ে আমাদের পাঁচ জন ডুবরি বিকালে উদ্ধার কাজ করে শুরু করে। নিখোঁজের সন্ধান মিলেনি। রাতে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। সকালে আবারো উদ্ধার কাজ শুরু হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।