নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৫ আগষ্ট) রাত্রি ৯.৪৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন বিন্নাটি বাজারের পাশে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ টু ভৈরব হাইওয়ে রাস্তার পূর্বপাশে জনৈক মোখলেসুর রহমান ভূঁইয়া এর অটো-গ্যাসের সামনে হতে অভিযান পরিচালনা করে মোঃ শাজাহান মিয়া (৫০), পিতা- মৃত আ. রাজ্জাক, সাং- নারায়নপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে এবং তার হেফাজতে থাকা সর্বমোট ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করে রাত্রি ৯.১০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর-মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।