নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট’র কার্যকরি নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে গৌরাঙ্গ বাজারস্থ কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিটের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিটের সাধারণ সম্পাদক কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি দৈনিক মর্ণিং গ্লোরির কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ ফাইজুল হক গোলাপের সভাপতিত্বে কার্যকরি কমিটির সভায় বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি হাওর টাইমসের সম্পাদক ও দৈনিক স্বাধীনমত’র কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি দৈনিক শতাব্দীর কন্ঠের মফস্বল সম্পাদক মোঃ শামছুল আলম শাহীন, সহ-সভাপতি দৈনিক আজকের সংবাদের কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ কাঞ্চন সিকদার,যুগ্ম-সম্পাদক দৈনিক ভোরের সময়ের কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের দর্পণের কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খান লিপন,অর্থ সম্পাদক ওয়েপ নিউজের সম্পাদক ও দৈনিক আজকালের সংবাদের কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান রিপন, দপ্তর সম্পাদক দৈনিক সবুজ সময়ের ষ্টাফ রিপোর্টার মোঃ সাইদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনন্দ টিভির প্রতিনিধি মোঃ আজহারুল ইসলাম চুন্নু, কার্যকরি সদস্য দৈনিক ডেসটিনির কিশোরগঞ্জ প্রতিনিধি এড. রফিকুল ইসলাম ভূইয়া কামাল, দৈনিক ভোরের আকাশের কিশোরগঞ্জ প্রতিনিধি হুমায়ুন রশীদ জুয়েল ও দৈনিক একুশের বানীর কিশোরগঞ্জ প্রতিনিধি আজিজুল হক ফাহিম প্রমুখ।
সভায় বক্তারা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে মতামত প্রদান করেন এবং কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটকে একটি ব্যতিক্রমধর্মী, স্বচ্ছ, শক্তিশালী সংগঠন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার বিষয়ে অঙ্গীকার করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।