নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন (বিইউএমএ)’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এবং মহাসচিব হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার(৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলামটরস্থ রূপায়ণ ট্রেড সেন্টারে হামদর্দ বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন (বিইউএমএ)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।
এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান এবং হামদর্দ বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র সভাপতিত্বে এবং এ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ।
উপস্থিত সকল সদস্যের ঐকমত্য ও কণ্ঠ ভোটের মাধ্যমে আগামী তিন বছর মেয়াদের জন্য চেয়ারম্যান পদে বাংলাদেশের কিংবদন্তি শিল্পদ্যোক্তা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া এবং মহাসচিব পদে হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী পুনরায় নির্বাচিত হন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।