বিশেষ প্রতিনিধিঃ
ডিআইজি ও ঢাকা মহানগর ডিবি প্রধান হারুন অর রশিদ তৃতীয়বারের মত ঢাকাস্থ কিশোরগঞ্জ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (১৬ সেপ্টেম্বর) সমিতির উদ্যোগে বনভোজন ও নরসিংদীর হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয়বার সভাপতি হিসেবে হারুন অর রশিদের নাম প্রস্তাব করা হলে সদস্যগণ সর্বসম্মতিক্রমে পাস করেন।
সর্বসম্মতিক্রমে সমিতির সাধারণ সম্পাদক হয়েছেন বিশিষ্ট শিল্পপতি তোফায়েল কবির খান। সমিতির কর্মকর্তা ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন পরিচালনা করেন বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি পীরজাদা হারুন-অর রশিদ। এসময় সমিতির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে দুই বছর মেয়াদী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ডিআইজি হারুন অর রশিদের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইউসুফ, নতুন সাধারণ সম্পাদক তোফায়েল কবির খান প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।