বিশেষ প্রতিনিধিঃ
পুলিশের ঊর্ধ্বতন ৪০ কর্মকর্তার বদলির আদেশ দেওয়া হয়েছে। মাইনুল হাসানকে টুরিস্ট পুলিশের প্রধান নিযুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত পৃথক প্রঞ্জাপনে এ বদলি করা হয়।
যাদের বদলি করা হয়েছে তারা হলেন- উপ পুলিশ মহাপরিদর্শক এসএম নজরুল ইসলামকে সিআইডি থেকে অতিরিক্ত কমিশনার (ডিআইজি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ, অতিরিক্ত উপ পুলিশপরিদর্শক এন্টি টেরোরিজম থেকে সুলতানা নাজমা হোসেনকে যুগ্ম কমিশনার ডিএমপি, ডিএমপির সাবেক কমিশনার (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসানকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) ট্যুরিস্ট পুলিশ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবুল কালাম সিদ্দিককে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে অতিরিক্ত পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. দেলোয়ার হোসেনকে অতিরিক্ত ডিআইজি সিআইডিতে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হলো।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।