ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে “অপারেশন ডেভিল হান্ট’’ অভিযানে বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনভর পৃথক অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের রাতেই কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক কমিশনার আফজাল হোসেন ভূঁইয়া, ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আওয়ামী লীগ কর্মী নান্নু মিয়া, গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকার আওয়ামী লীগ কর্মী বাদল মিয়া ও শিবপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মুর্শিদ মিয়া।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। আটককৃত ৪ জনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতার ওপর হামলা ও নাশকতার পরিকল্পনাকারী৷ দিনভর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ভৈরব থানা ভাঙচুর মামলায় রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।