নিজস্ব প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১শে মে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমূখী ভোটের লড়াই আশঙ্কা রয়েছে । এবারের উপজেলা পরিষদের নির্বাচনে ৩ জন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ভোট যুদ্ধে মাঠে আছেন। এদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্য। বিএনপি, জাতীয় পার্টি কিংবা অন্য কোন রাজনৈতিক দল থেকে এ নির্বাচনে কোন প্রার্থী অংশগ্রহণ করেননি।
চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে আছেন দু’দুবারের আওয়ামী লীগ মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম জেমস (কাপ পিরিছ), অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ এফ মাসুক নাজিম (ঘোড়া) ও মনিরুজ্জামান লিটন (আনারস) প্রতীক নিয়ে শেষ মুহূর্তে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, এবার দলীয় প্রতীক না থাকায় ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। তার পরও জনগনের নীরবতায় বুঝা যাচ্ছে না প্রার্থীদের ভাল বা মন্দ কিংবা জয় পরাজয়ের অবস্থান। তাই পর্যবেক্ষক মহলের ধারণা ত্রিমুখী ভোটের লড়াইয়ের। তবে নির্বাচনের সময় দ্রুত ঘনিয়ে এলেও দলীয় প্রতীক ও বিরোধী দলীয় কোন প্রার্থী না থাকায় সাধারণ ভোটারদের মাঝে এ নির্বাচন তেমন কোন আগ্রহও লক্ষ্য করা যাচ্ছেনা। কিন্তু থেমে নেই প্রার্থীরা। তাঁরা ভোটারদের মন জোগাতে প্রতিটি ইউনিয়নে রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিশ্রুতিও দিচ্ছেন।
নির্বাচনী এলাকার জনগণের সূত্র জানায়, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস তার বিগত দশ বছরের উন্নয়ন ও স্বচ্ছতাকে পুঁজি করে কাপ পিরিচ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন। বসে নেই অন্য দু’জন প্রার্থীও। ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ.এফ. মাসুক নাজিম ও আনারস প্রতীক নিয়ে বিশিষ্ট ব্যাবসায়ী মনিরুজ্জামান ভূইয়া লিটন ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন। এদের মধ্যে এ. এফ. মাসুক নাজিম প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন।
সর্বোপরি ৩ জন চেয়ারম্যান, ৪ জন ভাইস চেয়ারম্যান পুরুষ ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী শেষ মুহুর্তে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা, মিটিং, মিছিল, পথ সভা, উঠান বৈঠক, গনসংযোগ, বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে।
২য় দফার এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ১৯ মে। ২১ই মে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলশাদ জাহান জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে, এখন পর্যন্ত কোন প্রার্থীর আইন লঙ্ঘন ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। নির্বাচনকে ঘিরে সকল ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।