বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান ও অষ্টগ্রাম হাবেলির পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সড়ক দুর্ঘটনায় আহত।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ পৌরসভার জেলখানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সিএনজি যোগে বাজিতপুর থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে কিশোরগঞ্জ জেলাখানা মোড়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা দিলে তিনি আহত হন। এসময়, তার সঙ্গী জুয়েল মিয়া ও সিএনজি চালক আক্তার মিয়াও আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান। পরে,গুরুত্বর আহত সিএনজি চালককে আক্তার হোসেনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আহতের খবরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ছুটে যান জেলা যুবদল, ছাত্রদল, সেচ্চাসেবকদল ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় চেয়ারম্যানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদসহ নানা শ্রেণি পেশার মানুষ।
সৈয়দ ফাইয়াজ হাসান বাবু হাওর টাইমস’কে জানান, আমি সুস্থ্য আছি। ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার ঢাকা বার্ডেম যাচ্ছি। ইউএনও মহোদয়সহ সকলকে কৃতজ্ঞতা জানাই, যারা নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন। আহত সিএনজি চালক ও আমার জন্য, ইউনিয়নবাসী ও ভক্তবৃন্দের দোয়া চাই।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।