নিজস্ব প্রতিনিধিঃ
শিশু মনে মানবিকতা ও পরোপকারী মানসিকতা শিক্ষা দিতে নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেছে ডিলাইট কিন্ডারগার্টেনের ক্ষুদে শিশু শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামে ডিলাইট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এই উপহার বিতরণ করা হয়।
‘আমরা গড়বো মেধা ও মানবিক পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালকের উদ্যোগে অসহায় মানুষের সাথে, ঈদ আনন্দ ভাগাভাগি করতে, সেমাই, চিনি, নুডুলস, দূধ ও বিউটি সোপ বিতরণ করা হয়েছে।
শিক্ষার্থীরা অসহায় মানুষ নির্বাচন ও ঈদ উপহার সামগ্রী ক্রয় ও নিজ হাতে বিতরণ করে। এসময়, সুবিধাভোগী ও শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিভাবক ইনছানুর রহমান, শিক্ষক শারমিন ঠাকুর, সানিয়া আক্তার, শাপলা আক্তার ও মিতু বেগম প্রমুখ।
ডিলাইট কিন্ডারগার্টেন’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. ফরিদ রায়হান বলেন, পুঁথিগত শিক্ষার সাথে মানবিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের মানসিকতা তৈরী করতে পারলে, আগামীর বাংলাদেশ তথা বিশ্ব হবে ‘মেধা ও মানবিক পৃথিবী’ সেটাই আমাদের কাম্য।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।