বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নে ৩ হাজার ৯৪৫ জন ভিজিএফ উপকারভোগীর মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে দ্বিতীয় ও শেষ দিন চাউল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহান।
সুত্র জানায়, অষ্টগ্রাম সদর ইউনিয়নের সকল ওয়ার্ডের ভারনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) আওতায় ৩ হাজার ৯৪৫ জন দরিদ্র মানুষের মাঝে, ঈদ উপহার হিসাবে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
ভিজিএফ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মজুন মিয়া, ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, তদারকি কর্মকর্তা নুরুল হক, ইউপি সচিব মোঃ বোরহান উদ্দিনসহ সকল সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্যগণ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।