বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভূমিসেবা সপ্তাহর উদ্বোধন করেছেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
আজ শনিবার দুপুরে অষ্টগ্রাম উপজেলা ভূমি কার্য্যালয় প্রাঙ্গণে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ দিলশাদ জাহানের সভাপতিত্বে জাতীয় ভূমি সপ্তাহ উদ্বোধন করা হয়।
আজ ৮ জুন থেকে আগামী ১৫ জুন পর্যন্ত প্রতিদিন অফিস চলাকালীন সময়ে উপজেলা ভূমি কার্য্যালয় প্রাঙ্গণে অস্থায়ী ক্যাম্পে, অনলাইন ভূমি উন্নয়ন কর, ও অনলাইন নামজারিসহ ভূমি বিষয়ক নানা সেবা এবং ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা হবে।
এসময়, উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মকর্তাদের কর্মক্ষেত্রে সাফল্যের জন্য বিভিন্ন বিভাগে পুরস্কার ও ক্রেস্ট তোলে দেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, এ এফ মাশুক নাজিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ উবাদুর রহমান সাহেল প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।