বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামে টিউলিপ কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল করীম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজর প্রভাষক আক্তারুজ্জামান, বিশেষ অতিথি বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন অষ্টগ্রাম উপজেলা সভাপতি মো. ফরিদ রায়হান, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল হাসান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষা দেওয়া জন্য মায়েদের ভুমিকা নিতে হবে। ভালো ফলাফলের প্রতিযোগিতার চেয়ে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা করতে হবে। আর সমকালিন আধুনিক ও মানসম্মত শিক্ষার জন্য কিন্ডারগার্টেন শিক্ষার বিকল্প নেই।
পরে, ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করেন প্রতিষ্ঠাতা শাহীনূর বেগম।
প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম সঞ্চালিত ফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক আক্তারুজ্জামান, সাংবাদিক মো. ফরিদ রায়হান, শিক্ষক রেজাউল করিম ও শিক্ষক দেলোয়ার হোসেন প্রমূখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।