অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।মেলায় উপজেলার বিভিন্ন অফিস,শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের অর্ধ শত স্টল বসেছে।
স্টলগুলোতে স্ব স্ব দপ্তরে সরকারের বিভিন্ন উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে আইসিসির ব্যবহার,নাগরিক সেবায় ডিজিটাল উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তির বহুমুখী ব্যবহারের বাস্তবমুখী সেবা প্রদর্শন করা হয়।মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়।এ উপলক্ষে দিন শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর রশিদ, প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক হায়দারী, রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মুর্শেদ প্রমুখ।
অতিথিবৃন্দ মেলায় স্টল পরিদর্শন করেন। পরিশেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।