অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
শুক্রবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: হারুন-অর-রশীদ, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোর্শেদ জামান বিপিএম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: উমর খসরু, সরকারি রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এর আগে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনী ও কর্মের উপর বিশদ আলোচনা ও সাংকৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক কার্য্যালয়, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পভুক্ত স্কুলে স্ব স্ব উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।