অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বজ্রপাতে সমা মিয়া নামক এক দরিদ্র কৃষকের একটি গরু মারা গেছে।
বুধবার সকাল সাড়ে ৯ ঘটিকায় প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে মাঠে খুঁটি দেওয়া অবস্থায় গরুটি বজ্রপাতে মারা যায়।
উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শান্তি নগর গ্রামে ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক সমা মিয়া জানান- প্রতিদিনের ন্যায় তার দুটি গরু মাঠে খুঁটি দেওয়া ছিল। সকাল ৯:৩০ ঘটিকায় প্রবল বৃষ্টি শুরু হয়। হঠাৎ প্রচন্ড এক বজ্র পড়লে গরুটি দুটি লাফ দিয়ে পড়ে মারা যায়।
এতে তার অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান এ দরিদ্র কৃষক। পরিবারের একমাত্র সম্বল হারিয়ে সে কান্নায় ভেঙে পড়ে ও দিশেহারা হয়ে পড়েছেন।
৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জুসেল রানা জানান- সমা মিয়া একজন দরিদ্র কৃষক। বজ্রপাতে একটি গরু মারা যাওয়ায় তার অনেক ক্ষতি হয়েছে। সে অনেকটা দিশেহারা হয়ে পড়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।