বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনে গণহত্যার দায়ে, পলাতক শেখ হাসিনা’র বিচার দাবীতে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে অষ্টগ্রাম উপজেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকেলে অষ্টগ্রাম বিএনপি অফিস থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে অষ্টগ্রামের সকল ইউনিয়নে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল।
পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, সহ-সভাপতি মোঃ দানা মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল, যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলী রহমান, কৃষক দলের সভাপতি মোঃ ইউনুস আলী, সেচ্চাসেবক দলের আহবায়ক মোঃ জুয়েল মিয়া সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইয়ামিন, ছাত্র দলের সভাপতি তিতুমীর সোহেল সাধারণ সম্পাদক মোস্তাক প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।