অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ আগষ্ট) উপজেলার সকল সরকারি, বেসরকারি,আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন ১৫ আগষ্টে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন,ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সম্প্রসারিত প্রশাসনিক ভবন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হারুন অর-রশিদের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা আনোয়ার পারভেজ এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, অঅষ্টগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান বিপিএম,উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, সরকারি রোটারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুস্তাবা আরিফ খানসহ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে দিনের সাথে সঙ্গতিপূর্ণ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।